B7

ঢাকা-১৪ আসনে যেখানে খুশি সেখানেই কার্যালয়

 


নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী
মো. মাইনুল হোসেন খান নিখিলের সমর্থকেরা। সড়কে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির তোরণ। গতকাল রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায়

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাইনুল হোসেন খান নিখিলের সমর্থকেরা। সড়কে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির তোরণ। গতকাল রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায়ছবি: আশরাফুল আলম

সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে একটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপনের কোনো সুযোগ নেই—আচরণবিধিতে এমনটিই বলা আছে। তবে ঢাকা-১৪ আসনের ৭ নম্বর ওয়ার্ডেই (রূপনগর এলাকা) আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প (অস্থায়ী কার্যালয়) রয়েছে অন্তত ১০টি। শুধু এই ওয়ার্ডই নয়, ঢাকা-১৪ সংসদীয় আসনের আরও দুটি ওয়ার্ডে (৮ ও ৯ নম্বর) আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ১২টি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে।

,Download Now,

তিনটি ওয়ার্ডের ২২টি নির্বাচনী ক্যাম্পের মধ্যে বেশির ভাগই সড়ক ও ফুটপাত দখল করে বানানো হয়েছে। এটিও জাতীয় সংসদ নির্বাচনের জন্য করা আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-১৪ আসনের তিনটি ওয়ার্ডের (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রথম আলোর এই প্রতিবেদক। এসব এলাকার বিভিন্ন সড়কে আচরণবিধি ভঙ্গ করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে একাধিক তোরণও তৈরি

Post a Comment

0 Comments