কুমিল্লা-১ আসনের নৌকার প্রার্থী আবদুস সবুরের সমর্থকদের মিছিল। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায়
কুমিল্লা-১ আসনের নৌকার প্রার্থী আবদুস সবুরের সমর্থকদের মিছিল। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায়ছবি: আবদুর রহমান ঢালী
নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৭ জন শিক্ষককে নিয়ে নিজের বাসায় বৈঠক করেছেন মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান ও তাঁর ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান।
শিক্ষকেরা দায়িত্ব (প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা) পেয়েছিলেন মাদারীপুর-৩ আসনে। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তাঁর বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।
0 Comments