৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দানে নিরুৎসাহিত করতে শান্তিপূর্ণ পন্থায় সর্বাত্মক চেষ্টা চালাবে বিএনপি। দলটির লক্ষ্য হবে যতটা সম্ভব কেন্দ্রে ভোটার উপস্থিতি কমানো। দলীয় সূত্র জানিয়েছে, এরই অংশ হিসেবে ইতিমধ্যে প্রতিটি নির্বাচনী আসনে দলের গুরুত্বপূর্ণ নেতাদের ভোটের দিন নিজ নিজ এলাকায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে মাঠে থাকতে বলা হয়েছে।
এদিকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গতকাল শুক্রবারও বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট ও ছাত্রদল রাজধানীতে মিছিল করেছে। জামায়াতে ইসলামীও পৃথক মিছিল করেছে ঢাকা মহানগরে। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে লাঠিমিছিল হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
0 Comments